কলকাতা

সাইক্লোনের সম্ভাবনা নেই, আগামী সপ্তাহ থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত !

দেশের হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, চলতি বছরই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি সাইক্লোন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, এর প্রভাব কি রাজ্যের উপর পড়তে চলেছে? এবার এই প্রসঙ্গে স্বস্তির কথা শোনাল আলিপুর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনে বা রাতের তাপমাত্রার বিশেষ পরিবর্তন ঘটার সম্ভাবনা কম। আগামী ১২ তারিখের পর থেকে পারদ পতন হতে পারে। অন্যদিকে, এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া আশ্বাস দিয়েছেন আগামী পাঁচদিন বঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি নতুন কোনও সাইক্লোনের পূর্বাভাসও নেই বলে মন্তব্য করেছেন তিনি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হচ্ছে, ১২ তারিখের পর থেকে রাজ্যের তাপমাত্রা কমতে পারে। তবে জাঁকিয়ে শীত সুখ উপভোগ করার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে উল্লেখযোগ্যভাবে পারদ পতন হবে এবং থিতু হবে শীত।