দেশ

বিহারে উদ্বোধনের আগেই নদীর উপর ভেঙে পড়ল ব্রিজ

মদমুক্ত রাজ্য হওয়া সত্বেও সম্প্রতি বিহারের সারণ জেলার ছাপরায় বিষ মদ খেয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ওই ঘটনা নিয়ে অস্বস্তি কাটতে না কাটতেই এবার বেগুসরাইয়ের সাহেবপুর কামালে বুড়ি গন্ধক নদীর উপরে নির্মিত একটি নতুন ব্রিজের মাঝের অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। যদিও ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি।  জানা গিয়েছে, বেগুসরাইয়ের সাহেবপুর কামালে বুড়ি গন্ধক নদীর দুপারে থাকা অশোক কীর্তি টোল ও বিষ্ণুপুরের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ২০৬ মিটার লম্বা ব্রিজটি নির্মিত হয়েছিল। মুখ্যমন্ত্রী নাবার্ড যোজনার অধীনে ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ব্রিজটি। ২০১৭ সালে ব্রিজটি সম্পূর্ণ হলেও অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়েছিল। গত কয়েকদিন আগেই ব্রিজের মাঝের অংসে ফাটল লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি প্রশাসনের গোচরেও এনেছিলেন তাঁরা। কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।