ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। আর সেকারণেই তাঁকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। চলতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন যখন তাঁর রাজ্যকে সাসপেন্ড করে দেয়, তারপরই এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। সেইসময় এই নির্বাসনের কারণ নিয়ে বহু জল্পনা চলেছিল। এতদিন ধরে ব্যাপারটি নিয়ে ভারতীয় জিমন্যাস্টিক্স ফেডারেশন এবং জাতীয় ডোপিং বিরোধী এজেন্সি এই ব্যাপারে মৌনতা অবলম্বন করেছিল। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে দীপা কর্মকারকে ২ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে।