দেশ

নেহরু পদবি ব্যবহার করতে কিসের ভয়? কিসের লজ্জা?’ রাজ্যসভায় দাঁড়িয়ে রাহুলকে খোঁচা প্রধানমন্ত্রীর

সকাল থেকেই এই প্রশ্নে সরগরম ছিল জাতীয় রাজনীতি। কিন্তু, বিরোধীদের স্লোগান ‘মোদি-আদানি, ভাই-ভাই’ স্লোগানের মাঝে দাঁড়িয়েও বিতর্ক প্রসঙ্গে একটা শব্দও খরচ করলেন না তিনি। বরং আক্রমণাত্মক ভঙ্গিতে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যসভায় এ দিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুর দিকে পরিস্থিতি শান্তই ছিল৷ ক্রমে তা উত্তপ্ত হয়ে ওঠে৷ সেখানেই কেন্দ্রীয় সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরতে শুরু করেন তিনি৷ তার পরেই বিরোধীদের তীব্র আক্রমণ করতে শুরু করেন৷ মোদি বলেন, “কিছু লোকজনের সরকারি প্রকল্পের নাম নিয়ে সমস্যা থাকে। কিছু লোকজন তো প্রকল্পের নামই বদলে দেন। কেউ বলেন, প্রকল্পের নামে কেন সংস্কৃত শব্দ ব্যবহার করা হচ্ছে?” এরপরেই মোদির তোপ, “হিসেব করে দেখা গিয়েছে, সবচেয়ে বেশি সরকারি প্রকল্পের নামের সঙ্গে নেহরু জড়িয়ে রয়েছে। ৬০০টি সরকারি প্রকল্পের নাম নেহরুর নামে রাখা হয়েছে।” প্রধানমন্ত্রীর এমন উক্তির সঙ্গে সঙ্গে সমর্থনে টেবিল চাপড়াতে শুরু করেন বিজেপি সাংসদেরা। এখানেই থেমে থাকেননি মোদি। এরপরে পদবি নিয়েই সরাসরি গান্ধি পরিবারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে শুরু করেন প্রধানমন্ত্রী। গান্ধি পরিবারকে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রশ্নে বিঁধে মোদির মন্তব্য, “আমি তো বুঝতে পারি না, তাঁর পরিবারের বর্তমান প্রজন্ম এই নেহরু পদবি ব্যবহার করতে ভয় পান কেন? নেহরু পদবি ব্যবহার করতে কিসের লজ্জা এঁদের?”