কলকাতা

‘প্রমাণ করতে পারলে ওঁর জায়গায় আমি জেলে যাব’, পার্থ-র মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ

পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব দিলীপ ঘোষের। বৃহস্পতিবার দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে সরাসরি তোপ দেগেছেন পার্থ চট্টোপাধ্যায়। তিন নেতার বিরুদ্ধে সমস্ত জায়গায় নিয়োগের জন্য তদ্বির করার অভিযোগ তোলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এবার পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পালটা জবাব দিলেন দিলীপ ঘোষ। নিজের মন্তব্য প্রমাণ করতে পারলে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় তিনি নিজে জেলে যাবেন বলেও মন্তব্য করেছেন দিলীপ। পাশাপাশি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের টুইট প্রসঙ্গও টানলেন দিলীপ ঘোষ। গোটা ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়ের দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী ও শুভেন্দু অধিকারীকে নিয়ে মন্তব্যের জবাবে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। তাঁর কথায়,’পার্থবাবু আমার নামও নিয়েছেন দেখলাম। উনি ২০১০, ২০১১, ২০১২ সালের কথা বলছেন। দিলীপ ঘোষকে তখন কেউ চিনতো না। আমি তখন রাজনীতিতেও ছিলাম না। আমার সঙ্গে পার্থবাবুর পরিচয়ই হয় ২০১৬ সালে। তারপরেও যদি উনি প্রমাণ করতে পারেন যে আমি আমার পরিচিত বা পরিবারের কারোর জন্য তদ্বির করেছি তবে ওঁর বদলে আমি জেলে যাব।’ পাশাপাশি তিনি আরও বলেন,’জেলে থাকছেন তো মাথার ঠিক নেই। যাঁর চারজন বান্ধবী এবং সাড়ে তিনশো কোটি টাকা কামানোর পর তিনি বলছে তিনি বলেছিলেন করতে পারব না, এটা অন্যায়। একথা কেউ বিশ্বাস করবে?’ পাশাপাশি কুণাল ঘোষের টুইট প্রসঙ্গে তিনি বলেন,’পুরোটাই চক্রান্ত মনে হচ্ছে। প্রথমে একজন টুইট করছেন তারপর আর একজন বক্তব্য রাখছেন, পুরোটাই পূর্ব পরিকল্পিত। এই করে বাঁচতে পারবে না।’ মামলার শুনানির দিন আদালতে ঢোকার মুখে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের অপসারিত মগাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দুর্নীতিকাণ্ডে সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর যোগ নিয়ে বড় অভিযোগ করলেন পার্থ। বিআইনি নিয়োগের ক্ষেত্রে হেভি ওয়েটদের তদ্বির করার দাবি তুললেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে স্পষ্ট জানান সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীরাই বেআইনি ভাবে নিয়োগের জন্য তদ্বির করেছিল। তিনি সরাসরি না করে দিয়েছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রীর মন্তব্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে।