চলতি বছরের ২৬ জানুয়ারি ঘোষিত হয়েছে বিনোদন শিল্পীদের জন্যে সবচেয়ে বড় পুরস্কার পদ্মশ্রী, পদ্মভূষণ প্রাপকদের নাম। যেখানে চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্যে নাম রয়েছে, বলিউডের স্বনামধন্য অভিনেত্রী রবিনা ট্যান্ডন এবং অস্কার জয়ী সুরকার এম এম কিরাভানি। দেশের কেন্দ্রীয় সরকার এই বছরের শুরুতে মোট ১০৬টি বিভাগে পদ্ম পুরস্কার ঘোষণা করেছেন। বিভাগগুলির মধ্যে ছিল শিল্প, সমাজকর্ম, জনসাধারণের বিষয়, বিজ্ঞান ও প্রকৌশল, বাণিজ্য ও শিল্প, চিকিৎসা, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা এবং নাগরিক পরিষেবা। বুধবার ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন একটি অত্যাশ্চর্য সোনালি শাড়িতে সেজে রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার নিলেন রবিনা। আর এদিন এম এম কিরাভানি একটি সম্পূর্ণ কালো পোশাকে উপস্থিত ছিলেন।