নিয়োগ দুর্নীতির ঘটনায় যারা জড়িত তাঁরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ও এম আর শিটে কারচুপি করে প্রকৃত যোগ্যদের বঞ্চিত করে চাকরি তুলে দিয়েছে অযোগ্যদের হাতে। কিন্তু আগামি দিনে যাতে এই ধরনের ঘটনার যাতে আর কোনও রকমের পুনঃরাবৃত্তি হয় তার জন্য এবার নড়েচড়ে বসল পাবলিক সার্ভিস কমিশন বা পি সি এস। অর্থাৎ আগামী দিনে যাতে আর কোনওভাবেই ও এম আর শিট বিকৃত করা না যায় সেই পথেই হাঁতা দিয়েছে পি সি এস। আর তার জন্য পি সি এস-এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে তথ্যপ্রযুক্তি সংস্থা ও এম আর শিট-এর প্রস্তুতি, সরবরাহ ও সেগুলি মূল্যায়ণের দায়িত্বে থাকছে, তার কাজের গুণগত মান ও সংশ্লিষ্ট সংস্থার মানবসম্পদের বিশ্বাসযোগ্যতার মূল্যায়ণে নয়া শর্ত হিসাবে চিহ্নিত হবে।