জেলা

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকা থেকে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট সহ ৪ পাচারকারী গ্ৰেফতার

 মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এলাকা থেকে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে গ্ৰেফতার করলো সামশেরগঞ্জ থানার পুলিশ।সামশেরগঞ্জের চাঁদপুর ফিডার কানেল এলাকা হয়ে ঝাড়খন্ড থেকে বাংলায় পাচারের সময় গোপন সূত্রে খবর পায় পুলিশ।তখন‌ই সামশেরগঞ্জের পুঠিমারী এলাকা একটি বেসরকারি নাসিংহোমের সামনে তাদের গ্ৰেফতার করে। ধৃতদের নাম-মোহম্মদ ফারুক আহমেদ,মোহম্মদ কুতুবুদ্দিন, মোহম্মদ লিনারুদ্দিন,সালমান হোসেন তালুকদার। ধৃতদের রবিবার ১৪দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না পুরো বিষয় খতিয়ে দেখছে জঙ্গিপুর পুলিশ জেলা। জানা গিয়েছে তাদের মধ্যে দুজনের বাড়ি মনিপুরে এবং একজনের বাড়ি অসমে। পুলিশ সূত্রে খবর এই ইয়াবা ট্যাবলেট তারা মনিপুর থেকে গড়ে পঁচিশ টাকা করে কিনে নিয়ে এসেছিল। এই ট্যাবলেট গুলি এ রাজ্যে বিক্রি করা হতো ১০০ থেকে ২০০ টাকা করে প্রতি পিস অনুযায়ী। এই ইয়াবা ট্যাবলেট আবার বাংলাদেশে পৌঁছে গেলে। আরো অধিক দামে বিক্রি হত। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির মাদক পাচার বিরোধী ধারা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই চক্রে মুর্শিদাবাদের আর কারা যুক্ত আছে তা জানতে শুরু হয়েছে তল্লাশি অভিযান।