জেলা

ফের গ্রেফতার কয়লা কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র

কয়লা পাচার কাণ্ডে আবারও গ্রেফতার হলেন অভিযুক্ত বিকাশ মিশ্র। আসানসোল বিশেষ সিবিআই আদালতের নির্দেশে তাঁকে আদালত চত্বর থেকেই গ্রেফতার করা হয়। ৪ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন বিকাশ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল সিবিআই। গত ১০ এপ্রিল দেশের শীর্ষ আদালতের নির্দেশ ছিল, বিকাশকে ৪ দিনের সিবিআই হেফাজতের। তবে এতদিনেও তা হয়ে ওঠেনি।