দেশ

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে মানবাধিকার কমিশনের চিঠি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে

মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার প্রসঙ্গে এবার কঠোর মনোভাব নিয়ে কেন্দ্রীয় ক্রীড়া দফতরকে চিঠি দিল মানবাধিকার কমিশন। সরকারের কাছে এইরকম অভিযোগ পেলে যাতে পসকো আইনেই বিচার হয় তারই আবেদন জানানো হয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে। তবে এই বিষয়ে তারা কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককেই নয়, একই সঙ্গে চিঠি দিয়ে তাদের মতামত জানিয়ে দিয়েছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং বিসিসিআই-কেও। সম্প্রতি কুস্তির ফেডারেশন-এর বর্তমান প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে মহিলা খেলোয়াড়দের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ এনে দিল্লির-যন্তর-মন্তরে আন্দোলনে বসেছেন কুস্তিগীররা। তাঁদের দাবি অবিলম্বে ব্রিজভূষণকে অপসারণ করার পাশাপাশি গ্রেফতারও করতে হবে। এই বিষয়ে মানবাধিকার কমিশন-এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছিল ফেডারেশনকে। এই ধরণের অভিযোগগুলির বিচার চলে পসকো আইনে। যেখানে রিপোর্টেই যদি অসম্মতি থাকে, তাহলে একটা উদ্বেগের বিষয় থাকে। যা অভিযোগকারী খেলোয়াড়দের মর্যাদা ক্ষুন্ন করতে পারে।