Posted onAuthorবঙ্গনিউজComments Off on বাসের সঙ্গে অটোর ধাক্কা, জখম ১
কোচবিহারের গাড়ো পাড়া এলাকায় একটি বাসের সঙ্গে অটোর ধাক্কা। গুরুতর জখম এক যাত্রী। আজ, শনিবার সকালে ঘটেছে দুর্ঘটনাটি। বাসটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বলে জানা গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।