কলকাতা

১ নভেম্বর থেকে বাংলায় বিয়ে করতে গেলেই নবদম্পতি এবং ৩জন সাক্ষীর আঙুলের ছাপ বাধ্যতামূলক

বাংলায় বিবাহ নিবন্ধনের জন্য এবার থেকে নবদম্পতি এবং ৩জন সাক্ষীর আঙুলের ছাপ প্রয়োজন হবে। রাজ্য ১ নভেম্বর থেকে সমস্ত বিবাহের জন্য বায়োমেট্রিক রেকর্ডিং বাধ্যতামূলক করেছে। বিয়ের জন্য আবেদন করার সময়, বর বা বধুকে এখন তাদের বায়োমেট্রিক বিবরণ জমা করতে হবে। নিবন্ধনের সময়, দম্পতি এবং তাদের তিনজন সাক্ষীকে তাদের বায়োমেট্রিক রেকর্ড করতে হবে। বিয়ের রেজিস্ট্রাররা এখন থেকে তাদের ল্যাপটপ এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে রেজিস্ট্রেশনের জায়গায় থাকবেন। নতুন নীতি চালু হওয়ার পর প্রথম ১৫ দিনে অর্থাৎ বুধবার পর্যন্ত ৫,৭৬৮টি বিয়ের আবেদন বায়োমেট্রিক বিবরণের সঙ্গে জমা করা হয়েছে। পাশাপাশি ২,৭০০ টিরও বেশি বিবাহ বায়োমেট্রিক ব্যবহার করে নিবন্ধিত হয়েছে। নিবন্ধনকারীরা এখন তাদের নিজস্ব বায়োমেট্রিক পরিচয় ব্যবহার করে অনলাইন বিবাহ পোর্টাল অ্যাক্সেস করতে পারেন। একবার লগ ইন করলে, সেশনটি ৩০ মিনিটের জন্য সক্রিয় থাকবে। এই সময়ের মধ্যে, আঙুলের ছাপ আপলোড করতে হবে’।