২০২৪ সালের লোকসভা নির্বাচন যখন আসন্ন, সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে ফের শোনা গেল সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র কথা ৷ বুধবার কলকাতার ধর্মতলায় বিজেপির সভা থেকে গেরুয়া শিবিরের এই হেভিওয়েট নেতা বললেন, ‘‘সিএএ লাগু হবেই ৷ কেউ আটকাতে পারবে না ৷’’ একই সঙ্গে অনুপ্রবেশ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি ৷ ২০১৯ সালের শীতকালীন অধিবেশনে নাগরিকত্ব আইন সংশোধন করেছিল মোদি সরকার ৷ সেই নিয়ে দেশের বিভিন্ন অংশে বিক্ষোভের আগুন ছড়িয়েছিল ৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তার পর সময় এগিয়েছে ৷ কিন্তু বলবৎ হয়নি সিএএ ৷ সামনে আরও একটা লোকসভা নির্বাচন ৷ তার
আগে এই আইন বলবৎ হবে ? এই প্রশ্ন বারবার উঠেছে ৷এ দিন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউজের সামনে বিজেপির প্রতিবাদ সভার মঞ্চ থেকে সেই বিষয়টিই স্পষ্ট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সিএএ দেশের আইন ৷ এটাকে কেউ আটকাতে পারবে না ৷ এটা আমরা লাগু করব ৷ যে হিন্দুরা ওখান (প্রতিবেশী দেশ) থেকে এসেছেন, তাঁদেরও এই দেশে সমান অধিকার আছে ৷’’ আর সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে অনুপ্রবেশের কথাও বলেন অমিত শাহ ৷ বাংলাকে সবচেয়ে পিছিয়ে দিয়েছে দিয়েছে দিদি ৷ দিদি বাংলাকে বরবাদ করে দিয়েছে ৷’’ কংগ্রেস ও মমতা রামমন্দির তৈরি আটকে রেখেছিলেন বলেও অমিত শাহ অভিযোগ করেন ৷ কিন্তু নরেন্দ্র মোদি ক্ষমতায় থাকায় সেই রামমন্দির তৈরি হচ্ছে বলে খবর ৷ একই সঙ্গে তাঁর অভিযোগ, ‘‘মোদিজি সবসময় বাংলার বিকাশ করতে চান ৷ মমতা বিকাশ করতে দিতে চান না ৷