শাহী সভার পরদিনই সিবিআই তল্লাশিতে চক্রান্তের অভিযোগ তৃণমূলের। কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। সভার পরদিনই ফের তৎপর সিবিআই। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কোমর বেঁধে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্ক্যানারে তৃণমূল বিধায়ক এবং দুই কাউন্সিলর। বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি। এছাড়া, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বড়ঞা থানা এলাকাতেও হানা দেয় সিবিআই। কুলি গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক ঝন্টু শেখের বাড়িতে যান তদন্তকারীরা।