ওভারহেড তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যাহত হাওড়া স্টেশনে। ১৩, ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে না কোনও ট্রেন। অন্যান্য প্ল্যাটফর্ম থেকে ট্রেনের যাত্রা অনিয়মিত হয়ে পড়েছে। স্টেশনে আটকে পড়েছে হাজার হাজার যাত্রী। কতক্ষণে এই পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে রেলের তরফে কিছু বলা হচ্ছে না। তবে রেলের তরফে বলা হয়েছে, তার ছেঁড়ার খবর পেয়েই তা মেরামতির কাজ শুরু হয়েছে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, কাজ চলছে। পূর্ব রেলের যে সেকশনটি ছিল সেখানে বিদ্যুত্ চলে এসেছে। কিন্তু ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে বিদ্যুতের সমস্যা রয়েছে। খুব শীঘ্রই দক্ষিণ পূর্ব রেলের দিকে যেসব ট্রেন যাচ্ছে সেখানে সমস্যা রয়েছে। খুব শীঘ্রেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।শনিবার অনেকেই সপ্তাহ শেষে বাড়ি ফেরেন। নিত্যযাত্রীদের অভিযোগ কয়েকদিন ধরেই ট্রেন চলাচলে সমস্যা চলছে। হাওড়া থেকে ট্রেন ছাড়ছে না। ফলে টিকিয়াপড়া-সহ অন্যন্যা স্টেশনেও আটকে বহু য়াত্রী। খড়গপুর, পাঁশকুড়া, আমতা শাখার যাত্রীরা সমস্যায় পড়েছেন একের পর এক লোকাল ট্রেন বাতিল হওয়ার কারণে। সমস্যা সমাধানের চেষ্টা করছেন রেল কর্মীরা।