কলকাতা বিনোদন

রাজনীতিতে ফেরার পরই ইডি তলব করল দেব-কে

ফের দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ডেকেছে ইডি। সমস্ত নথি নিয়ে দিল্লিতে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।  তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই তৃণমূল সাংসদ দেব স্পষ্ট করে দেন, ফের ঘাটাল থেকে তৃণমূলের প্রার্থী হবেন তিনিই। এমনকী আরামবাগের সভায় দেবকে দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন’। এই পরিস্থিতিতে তৃণমূল সাংসদ দেবকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর আগেও তারকা, রাজনীতিককে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, “যতবার ডাকবে, ততবার যাব!”। এবারও তিনি যাবেন বলেই তাই ধরে নিচ্ছেন অনেকেই। এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় ফের বলেন, ”নিজেদেল ব্যর্থতা ঢাকতে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। কোথাও বিএসএফ দিয়ে, কোথাও সিআরপিএফ দিয়ে। আমি এটাকে ধিক্কার জানাচ্ছি।” প্রসঙ্গত, শুধু দেব নয়, জানা গিয়েছে তৃণমূলের পটাশপুরের বিধায়ক উত্তম বারিককেও আরেক কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে। সূত্রের খবর, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট উত্তমকে তলব করেছে। একদিকে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে ইডির তলব, অন্যদিকে শাসক-বিধায়ক উত্তম বারিককে আইটির তলব। ফের যে আলোড়ন উঠতে চলেছে রাজ্য রাজনীতিতে, তা বলাই বাহুল্য।