দক্ষিণ কেনিয়ায় ভয়াবহ দুর্ঘটনায় ১১ জন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪২ জন। নাইরোবি-মোম্বাসা মহাসড়কের পাশে দুর্ঘটনাটি ঘটে বলে মঙ্গলবার (১৯ মার্চ) নিশ্চিত করে কেনিয়ার পুলিশ। ভিওই সাব-কাউন্টার পুলিশ কমান্ডার দাসালা ইব্রাহিম বলেন, নাইরোবি-মোম্বাসা হাইওয়ের পাশে কেনিয়াটা ইউনিভার্সিটির একটি বাস ও অপর একটি ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ৬০ জন শিক্ষার্থী ওই বাসটি নিয়ে উপকূলীয় শহর মোম্বাসায় একাডেমিক ভ্রমণের জন্য যাচ্ছিলেন। সোমবার স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে মংগু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ইব্রাহিম জানান, দুর্ঘটনায় আহত ৪২ শিক্ষার্থীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে।