বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের পর শুক্রবার ইডি তাঁকে রাউজ অ্যাভিনিউ আদালতে বিশেষ বিচারক কাবেরি বাওয়েজার আদালতে হাজির করে। কড়া নিরাপত্তার মোড়কে ইডি কেজরিওয়ালকে রাউজ অ্যাভিনিউ আদালতে নিয়ে আসে। সেখানে কার্যত হাসি মুখেই ক্যামেরা বন্দি হন দিল্লির মুখ্যমন্ত্রী।