জেলা

১৫ জুন থেকে তিন মাসের জন্য বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি

১৫ জুন থেকে তিন মাসের জন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বন্ধ হচ্ছে জঙ্গল সাফারি। ১৫ সেপ্টেম্বর ফের জঙ্গল খুলে যাবে। রবিবার একথা জানিয়েছেন গোরুমারা উদ্যানের বুধুরাম বিটের বিট অফিসার সুরজিৎ ওরাওঁ। বনদপ্তর জানিয়েছে, বর্ষার মরশুম শুরু হচ্ছে। এই সময় বন্য-জন্তুদের প্রজননের সময়। তাই প্রতি বছরই এই সময় জঙ্গলে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সুরজিৎ ওরাওঁ বলেন, এই সময় জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়ার প্রাকৃতিক নানা কারণ রয়েছে। তিন মাস ডুয়ার্সের সমস্ত জঙ্গল বন্ধ থাকে। তবে পর্যটকদের সংখ্যা দুর্গাপুজোর সময় থেকে বাড়তে থাকে। জানুয়ারি মাসেও প্রচুর পর্যটক আসে। তবে বর্ষার মরশুমে জঙ্গলে নানা সমস্যা হতে পারে। এছাড়া বন্যপ্রাণীদের প্রজননের সময়। সে কারণেই সাফারি বন্ধ করে দেওয়া হয়।