সন্ধ্যা হলের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দক্ষিণী তারকা আল্লু অর্জুনকে নোটিশ পাঠিয়েছে হায়দরাবাদ পুলিশ। সূত্রের খবর, সকাল 11টার মধ্যে আল্লু অর্জুনকে চিক্কড়পল্লী পুলিশ স্টেশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ইতিমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন অভিনেতা ৷ পাশে ছিল মেয়ে ও স্ত্রী ৷ ইতিমধ্যেই, সোমবার অভিনেতার জুবিলি হিলসের বাড়িতে আইনজীবীরা জড়ো হন ৷ তাঁদের হাতে একাধিক ব্যাগ ও ফোল্ডার দেখা যায় ৷ এরপর অভিনেতার বাড়ি থেকে অনেক রাতে বেরোতে দেখা যায় আইনজীবীদের ৷ মনে করা হচ্ছে, মঙ্গলবার পুলিশি জেরার মুখে পড়ার আগে কী কী বিষয় মাথায় রাখতে হবে বা সাবধানতা অবলম্বন করতে হবে, তাই নিয়ে অভিনেতার সঙ্গে কথা হয়েছে আইনজীবীদের ৷