দেশ

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও রাজস্থানের কোটপুতলি এলাকায় কুয়োয় আটকে তিন বছরের শিশু, চলছে উদ্ধারকাজ

২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি রাজস্থানের কোটপুতলি এলাকার কিরাতপুরে কুয়োয় পড়ে যাওয়া শিশুকে। খেলতে গিয়ে ৭০০ ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায় শিশুটি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়োটির ১৫০ ফুট গভীরতায় আটকে রয়েছে ৩ বছরের ওই শিশু। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ৷ কিরাতপুরা গ্রামের ধনি বাদিয়ালিতে দু’টি মেয়ে একসঙ্গে খেলছিল ৷ সেই সময়ে পা পিছলে কুয়োয় পড়ে যায় ৩ বছরের চেতনা।  সোমবার গভীর রাতে চেতনাকে বের করার জন্য বোরওয়েলে একটি রিং রড ঢোকানো হয়েছিল। কিন্তু মেয়েটির জামাকাপড়ে রড আটকে যাওয়ায় প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। উদ্ধার অভিযানে পুলিশ বাহিনী, অ্যাম্বুলেন্স ও জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় প্রথমে ক্যামেরা ও অক্সিজেনও ঢোকানো হয় । কুয়োর প্রায় ১৫০ ফুট গভীরে মেয়েটি মাথা নিচু করে আটকে রয়েছে । কান্নার শব্দও ভেসে আসছে মাঝে মাঝে । জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ রাও রাজেন্দ্র সিং, বিধায়ক হংসরাজ প্যাটেল, পুলিশ সুপার রাজন দুশ্যন্ত, এএসপি বৈভব শর্মা, এসডিএম ব্রিজেশ চৌধুরী, প্রশাসনিক কর্তা রামধন গুর্জর, সিএমএইচও ডক্টর আশিস সিং শেখাওয়াত, বিসিএমও ডক্টর পুরান চাঁদ গুর্জার, পৌরসভার কমিশনার ধরমপাল জাট ঘটনাস্থলে রয়েছেন ।