দেশ

জুতোর মালা পরিয়ে গাধার পিঠে ঘোরানো হল দলিত নেতাদের

জয়পুর:  দলের নেতা-কর্মীদের হাতে বেইজ্জত হতে হল দুই দলিত নেতাকে৷ মঙ্গলবার বহুজন সমাজ পার্টির দুই নেতাকে গাধার পিঠে চাপিয়ে ঘোরানো হল গ্রাম৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কংগ্রেস শাসিত রাজস্থানে৷টিকিট বণ্টনকে কেন্দ্র করে অনেকদিন ধরেই দলের শীর্ষমহলের নেতাদের উপর ফুঁসছিলেন কর্মীরা৷ মঙ্গলবার দুই নেতাকে সামনে পেয়ে সেই অসন্তোষের ঢেউ যেন আছড়ে পড়ল৷ এদিন ন্যাশনাল কো-অর্ডিনেটর রামজী গৌতম এবং রাজ্যে দলের প্রাক্তন দায়িত্বশীল নেতা সীতারামের মুখে কালি লেপে দেন দলীয় কর্মীরা৷ এখানেই ক্ষান্ত হননি তাঁরা৷ এরপর দু’জনের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয়৷ সবশেষে গাধার পিঠে বসিয়ে বানিপার্কের দলীয় অফিসের সামনে গোটা এলাকা ঘোরানো হয়৷দুই নেতাকে এমন বেইজ্জত করার পরেও দলের নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ তখনও কমেনি স্থানীয় নেতা-কর্মীদের৷ গলা উঁচিয়ে এক বিএসপি নেতা বলেন, ‘‘পাঁচ বছর মাঠে ময়দানে পড়ে থেকে আমরা খাটব৷ আর কিছু নেতা কংগ্রেস এবং বিজেপি থেকে মোটা টাকা দিয়ে দলে এসে টিকিট পেয়ে যাবে৷ বিএসপি নেতা এবং কর্মীদের উপেক্ষা করা হচ্ছে৷ এটা চলতে পারে না৷’’ অন্য এক নেতা জানান, এর আগে তাঁরা অনেক প্রতিবাদ করেছিলেন৷ তাঁদের প্রতিবাদ দলীয় নেত্রী মায়াবতীর কাছেও পৌঁছে দেওয়া হয়নি৷ তাই বাধ্য হয়ে বিএসপি নেতারা এমন কাণ্ড ঘটালেন৷ এতদিন মায়াবতীর কানে কিছু না পৌঁছলেও এবার সেটা হয়নি৷ দলীয় নেতাদের কাছ থেকে পুরো বিষয়টাই জানতে পেরেছেন দলিত নেত্রী৷ পরে তিনি হিন্দিতে ট্যুইট করে সব দোষ কংগ্রেসের ঘাড়ে চাপান৷ লেখেন, কংগ্রেস প্রথমে ঘোড়া কেনাবেচা করে৷ তারপর এখন বিএসপি নেতাদের উপর পরিকল্পিত করে আক্রমণ করা হচ্ছে৷ যা ঘটেছে তা খুবই নিন্দাজনক৷