দেশ বিজ্ঞান-প্রযুক্তি

‘5th Generation’ যুদ্ধবিমান তৈরি করবে ভারত, ছাড়পত্র কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের

পাক হামলা রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম আকাশতির ৷ ভারত-পাক সংঘর্ষ-পরবর্তী আবহে দেশের প্রতিরক্ষাকে আরও বেশি স্বনির্ভর ও শক্তিশালী করতে বড় পদক্ষেপ প্রতিরক্ষা মন্ত্রকের ৷ অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (এএমসিএ) প্রোগ্রাম এগজিকিউশন মডেল-এ ছাড়পত্র দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এই মেগা প্রজেক্টের অধীনে নিজস্ব দেশীয় প্রযুক্তিতে পঞ্চম প্রজন্মের (ফিফথ জেনারেশন) অত্যাধুনিক কমব্যাট এয়ারক্রাফ্ট তৈরি হবে ৷ ভারতীয় বায়ুসেনা এই অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারবে ৷ দীর্ঘদিন ধরেই ভারত এই উচ্চাকাঙ্ক্ষী এএমসিএ প্রজেক্ট নিয়ে ভাবনা চিন্তা চলছে ৷ এরোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি (এডিএ) এই মেগা প্রজেক্টের দায়িত্ব পেয়েছে ৷ প্রাইভেট ও রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাগুলি তাদের এই কাজে সাহায্য করবে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাইভেট কোম্পানি এবং রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা- দু’পক্ষকেই টেন্ডার জমা দেওয়ার সুযোগ দেওয়া হবে ৷ তারা নিজেরা স্বাধীনভাবে টেন্ডার দিতে পারে অথবা একসঙ্গে দিতে পারে অথবা একাধিক কোম্পানি একসঙ্গে টেন্ডার জমা দিতে পারে ৷ এই প্রজেক্টে অংশ নিতে গেলে টেন্ডার প্রদানকারী সংস্থাটিকে ভারতীয় হতে হবে ৷ দেশের নিয়মকানুন ও আইন মেনে চলতে হবে ৷ এএমসিএ প্রোটোটাইম তৈরি ভারতের নিজস্ব দক্ষতা, ক্ষমতা এবং সামর্থ্যকে উপযোগী করে তোলার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ৷ এরোস্পেস সেক্টরে আত্মনির্ভর ভারত গড়ে তোলায় এই পদক্ষেপ মাইলফলক বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ৷