দেশ

উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত ৪ শিশু সহ ৫

উত্তরপ্রদেশের হাপুর জেলায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু চার শিশু-সহ পাঁচ জনের। মৃতেরা সকলেই মোটরবাইকের আরোহী। বুধবার রাতে মীরাট-বুলন্দশহর হাইওয়েতে উল্টোদিক থেকে আসা একটি গাড়ি ওই মোটরবাইকে মুখোমুখি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে হাইওয়ের উপরেই ছিটকে পড়ে পাঁচ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর জখম পাঁচজনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।