জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্ম দিবস পালিত হচ্ছে বিশ্বজুড়ে।এ উপলক্ষে আজ ১২ জানুয়ারি ‘জাতীয় যুব দিবস’ পালন করল কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম। শ্রীমা সারদার নির্দেশে গড়ে ওঠা এই আশ্রমের পক্ষ থেকে এদিন স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্কুল-কলেজের প্রায় আড়াই হাজার ছেলেমেয়ে দক্ষিণ কলকাতার হরিশ পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত পোস্টার, ফ্লেক্স ও ব্যানার নিয়ে যুবক-যুবতী ও ছাত্র-ছাত্রীরা দক্ষিণ কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে হরিশ পার্কে স্বামী বিবেকানন্দের জীবন এবং তার মতাদর্শ নিয়ে এক আলোচনায় অংশ নেন সমাজসেবী কার্তিক বন্দোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষ। রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দ মহারাজ বলেন, যুবসমাজকে আরও শক্তিশালী ও আদর্শবান করে তুলতে স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছিলেন আজকের দিনেও তা সমান ভাবে প্রযোজ্য। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের তাই স্বামীজীর আদর্শে দেশের কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে বলে তিনি জানান।