দিল্লিতে পৈশাচিক শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমাতে এনএসএ প্রয়োগ করা হচ্ছে ৷ সেখানে নাগরিক আইনের বিরোধী আন্দোলনকে গলা টিপে হত্যার চেষ্টা চলছে ৷ ন্যাশানাল সিকিউরিটি আইন (NSA) আনা হয়েছে ৷ আজ বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে এনএসএ ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেন অধীর চৌধুরি ৷ পাশাপাশি যোগী আদিত্যনাথকে আক্রমণ করে তিনি বলেন, “উত্তরপ্রদেশে কোনও সংবিধান নেই, সেখানে কোনও প্রশাসন নেই ৷ সেখানে যোগীরাজ চলছে ৷ ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশ এখন দেশের শীর্ষে রয়েছে ৷ ” তিনি আরও বলেন, উত্তরপ্রদেশকে কেন্দ্র উত্তমপ্রদেশ বানানোর কথা ভাবছে ৷ কিন্তু তা অধমপ্রদেশে পরিণত হয়েছে ৷