কলকাতা

উত্তুরে হাওয়া জেরে আজ থেকে ফের শীতের অনুভূতি রাজ্যে

উত্তুরে হাওয়ার হাত ধরে আজ শনিবার থেকে ফের শীতের অনুভূতি ফিরছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে আশা জুগিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী অন্তত দু’দিন এমন শীত থাকবে। জেলায় তাপমাত্রা আরও নামতে পারে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। দু’দিন বৃষ্টির পর শীতভাব বজায় ছিল এদিন। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ২৯ এবং ৩০ জানুয়ারি রাজ্যের সর্বত্রই মূলত হাল্কা বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হয়েছে। বৃষ্টির পরিস্থিতি দক্ষিণবঙ্গে কেটে গিয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আজ শনিবারেরও রয়েছে। এখন রাজ্যে উত্তর এবং উত্তর-পশ্চিমী বাতাস বইছে। তার জেরেই ধাপে ধাপে রাতের দিকে তাপমাত্রা দু’ থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছেন সঞ্জীববাবু। তিনি বলেন, ৩ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত মেঘমুক্ত আকাশ থাকবে এবং শহরে শীতের অনুভূতি বজায় থাকবে।