মুম্বইঃ কালো রঙের বডি ব্যাগে আপাদমস্তক মুড়িয়ে দড়ি দিয়ে বাঁধা রয়েছে কোভিড-১৯’এ মৃতদের দেহ। কোনওটি রাখা হাসপাতালের শয্যার উপরই, কোনও কোনওটি চিকিত্সার জন্য ব্যবহৃত টেবিলে। আর তার পাশের শয্যাতেই শুয়ে রয়েছেন জীবিত রোগীরা। ৫৭ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের করোনা ওয়ার্ডে বেডে শুয়ে রয়েছেন আক্রান্ত রোগীরা। কারও মুখে অক্সিজেন মাস্ক পরা। আর তার আশেপাশেই দেখা যাচ্ছে কালো রংয়ের ব্যাগে মোড়ানো রয়েছে মৃতদেহ। কোনও রোগীর পাশে, তো কোনও রোগীর পায়ের দিকে রয়েছে এই মৃতদেহগুলি। অন্তত সাতটি মৃতদেহ পড়ে রয়েছে। তার মধ্যেই রোগীদের সঙ্গে দেখা করতে আসছেন তাঁদের পরিবার। মৃতদেহগুলির দিকে তাকাচ্ছেন না কেউ। বৃহস্পতিবার এইরকমই একটি ভয়াবহ দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফোন ক্যামেরায় রেকর্ড করা ওই ভিডিওটি মুম্বই শহরের পুর কর্পোরেশন পরিচালিত সিয়ন হাসপাতালের কোভিড ওয়ার্ডের ভিডিও বলে দাবি করা হচ্ছে। মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে এই ভিডিও টুইট করে ক্যাপশনে লিখেছেন, ‘সিয়ন হাসপাতালে রোগীরা মৃতদেহের পাশে শুয় আছেন। এটা চরম (খারাপ অবস্থা)…এ কেমন প্রশাসন! খুব খুব লজ্জাজনক!’ ভিডিওটির সত্যতা বঙ্গনিউজ যাচাই করেনি। দেখুন সেই টুইট –