দেশ

সোশ্যাল ডিস্টেনসিংকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রদেশে অবাধে চলল সাধুদের অনুষ্ঠান

মধ্যপ্রদেশে সোশ্যাল ডিস্টেনসিংকে শিকেয় তুলে রাস্তায় নেমেছেন জৈন সাধুরা। তাঁদের দেখতে লকডাউনের নিয়মকে উপেক্ষা করে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই দেখে হতবাক সকলে। লকডাউনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অবাধে রাস্তায় বের হচ্ছেন মানুষ। পালন করা হচ্ছে জৈন সাধুদের ফিরে আসার উত্‍সব। প্রতিবার জাতির উদ্দেশ্য ভাষণ দেওয়ার সময় সামাজিক দূরত্ব বজায়া রাখার কথা দেশবাসীকে বার বার স্মরণ করিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই কথায়ে অগ্রাহ্য করে চলছে উত্‍সবের ঘনঘটা। মধ্যপ্রদেশের সাগর জেলার এই দায়িত্ব জ্ঞানহীনতার ছবি ধরা পড়েছে বিভিন্ন সংবাদ সংস্থায়। যেখানে দেখা যাচ্ছে দলবেঁধে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছেন প্রমনসাগর জৈন সাধুদের। সেখানে না আছে সামাজিক দূরত্ব বজায় রাখার খেয়াল, না আছে কোনও সংক্রমণের ভয়। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন সাগর জেলার পুলিশ আধিকারিক প্রবীন ভুরিয়া।