দেশ

১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টিন, টাকা ফেরাতে হবে হোটেল গুলিকে, নয়া নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের

১৪ দিনের বদলে কমিয়ে ৭ দিন করা হয়েছে তাই যেসব ভারতীয় থাকার জন্য় ১৪ দিনের অগ্রিম টাকা দিয়েছে হোটেলগুলিতে, সেক্ষেত্রে ৭ দিনের টাকা ফেরত দিতে হবে হোটেলগুলিকে, এই মর্মে নির্দেশিকা জারির জন্য় রাজ্য়গুলোকে নির্দেশ দিল কেন্দ্র। দেশজুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধির গতি অব্যাহত। গত ২৪ ঘন্টায় ভারতে ৬,৫৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এ দেশে মোট করোনা সংক্রিত ১ লক্ষ ৪৫ হাজার ৩৮০ জন। এর মধ্যে ৮০,৭২২ অ্যাকটিভ কেস ও সুস্থ হয়ে উঠেছেন ৬০,৪৯০ জন। সংক্রমণের জেরে প্রাণ গিয়েছে মোট ৪,১৬৭ জনের। প্রায় দু’মাস পর সোমবার দেশীয় উড়ান পরিষেবা চালু হলেও বহু বিমান বাতিল হয়ে গিয়েছে। ফলে চরম হয়রানির শিকার হন যাত্রীরা। এদিকে, এনভিএক্স-সিওভি২৩৭৩ ভ্যাকসিন ঘিরে আশার আলো বাড়ছে। জুলাইতেই মিলতে পারে এই ভ্যাকসিন প্রয়োগের প্রাথমিক রিপোর্ট। অন্যদিকে, করোনা সংক্রমণের চিকিত্‍সায় হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার আপাতত বন্ধ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। পৃথিবীজুড়ে ৫.৪ মিলিয়ন মানুষ ভয়ঙ্কর কোভিড-১৯-এ আক্রান্ত। প্রাণ গিয়েছে প্রায় ৩.৪ লক্ষের।