প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ এক করোনা রোগীর মৃতদেহকে কবর দেওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন মেদিনীপুর শহরের কবরডাঙা এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। এদিন মধ্যরাতের পরে একটি মৃতদেহ কবর দেওয়ার উদ্দেশ্যে কবরডাঙার কবরখানায় নিয়ে আসে পুলিশ। মৃতদেহ নিয়ে আসা সকলে পিপিই কিট পড়ে থাকায় সন্দেহ হয় এলাকাবাসীর। এলাকায় করোনা সংক্রমণের ভয়ে তারা মৃতদেহ কবর দিতে বাধা দেয় পুলিশকে। শুরু হয় ধস্তাধস্তি । পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে রাতেই মৃতদেহটি কবর দেয়। পুলিশের পক্ষ থেকে জনতাকে আশ্বস্ত করা হয় যে এর ফলে সংক্রমণ ঘটবে না। গোলমালের ঘটনায় এলাকার এক যুবককে আটক করেছে পুলিশ।