হক জাফর ইমাম. মালদাঃ রাহুল আসছেন গনি পরিবারের সাথে বিশ্বাসঘাতকদের জবাব দিতে।১৫ মার্চ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মালদা থেকে বাংলায় লোকসভার প্রচার শুরু করবেন বলে প্রদেশ কংগ্রেস সূত্রের খবর। রাহুল গান্ধী যে উত্তরবঙ্গে দলের ভোটব্যাঙ্ক মজবুত করতেই বেশি জোর দিচ্ছেন, তা স্পষ্ট। দক্ষিণবঙ্গে তিনি কবে সভা করবেন, তা এখনও সিদ্ধান্ত জানা যায়নি। বিশ্বাসঘাতকদের জবাব দিতে গনি-গড়ে আসছেন রাহুল তারপর মালদা উত্তরের সাংসদ মৌসম বেনজির নুর সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এই কেন্দ্রটি ধরে রাখা কংগ্রেসের কাছে মস্ত বড় চ্যালেঞ্জ। এমনিতেই মালদা কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখনও গনি-মিথ বজায় রয়েছে মালদা জেলায়। গনি আবেগে ওপর ভর করে যে কংগ্রেস এখানে এখনও বড় শক্তি, তা বোঝাতেই মালদা আসছেন রাহুল।মালদায় সম্প্রতি তৃণমূলের পাশাপাশি বিজেপির উত্থান হয়েছে। যেখানে তৃণমূলের রাজত্বেও কংগ্রেস ও সিপিএমের লড়াই ছিল, সেখানে এখন মূল দুই শক্তি হয়ে উঠেছে তৃণমূল ও বিজেপি। এই অবস্থায় লোকসভা আসনটি ধরে রাখা কংগ্রেসের কাছে চ্যালেঞ্জ। তাই প্রথম সভাস্থল হিসেবে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বেছে নিয়েছেন মালদাকেই। কংগ্রেসের গড়ে গত পঞ্চায়েত নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে। ২০১১-য় মমতার উত্থান ও ২০১৪-য় প্রবল মোদী ঝড়েও মালদায় কংগ্রেসের দুর্গ অটুট ছিল। কিন্তু পঞ্চায়েত নির্বাচনে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। সেই ভিত আবার গড়ে তুলেতে কংগ্রেসের কামব্যাক করা বড়ই শক্ত। মৌসম কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর কী করে হবে কামব্যাক, তার পথ খুঁজতেই আসছেন রাহুল।কংগ্রেস রাজ্যে তৃণমূলের হাত ধরতে চায় না। তারপর বামেদের সঙ্গে জোটও ভেস্তে আছে। এই অবস্থায় তৃণমূল ও বিজেপির মতো শক্তিধর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়া মুখের কথা নয়। রাহুল সেই কারণেই আগেভাগে গনি-গড়ে পা রাথতে চলেছেন।