Posted onAuthorবঙ্গনিউজComments Off on মন্দারমণিতে ভেসে এল তিমি
আজ সকালে মন্দারমণির মোহনায় ভেসে এল বিশাল আকৃতির এক মৃত তিমি। সেটি দেখতে ভিড় জমিয়েছেন এলাকার মানুষ । তিমিটি স্থানীয় থানার নজরদারিতে রয়েছে। খবর দেওয়া হয়েছে মৎস্য দপ্তরকে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩৬ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া ওই তিমিটি ।