কলকাতাঃ আগামী ১ জুলাই থেকে মেট্রো চালু সংক্রান্ত বৈঠকে মিলল না কোনও সমাধানসূত্র। উল্লেখ্য, আজ এবিষয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। সেখানে মেট্রো কর্তৃপক্ষ রাজ্যকে সাফ জানিয়ে দিল, রেল মন্ত্রকের অনুমতি ছাড়া মেট্রো চালানো সম্ভব নয়। সামাজিক দূরত্ব বজায় রেখে এখনই মেট্রো চালানো সম্ভব নয়, রাজ্য সরকারের কাছে জানালো মেট্রোরেলের আধিকারিকরা। রেলমন্ত্রকের সাথেই সরাসরি আলোচনা করার প্রয়োজন আছে বলে উল্লেখ করেন তাঁরা। প্রসঙ্গত, আগামী ১২ আগস্ট পর্যন্ত গোটা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছিল রেল মন্ত্রক।