জেলা

বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হালিশহর

বিজেপি-তৃণমূল সংঘর্ষের জেরে উত্তপ্ত হালিশহর। ভাঙচুর চালানো হল একাধিক বাড়ি এবং গাড়িতে। সেই সঙ্গে চলল বোমাবাজি। রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে হালিশহরের বৈদ্যপাড়া এলাকায়। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনার সময়ে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে হালিশহরের তৃণমূল নেতা সুবোধ অধিকারীর নেতৃত্বে বেশ কয়েকজন রাজনৈতিক কর্মী ঘাস ফুল শিবিরে নাম লিখিয়েছিল। যার কারণেই তাঁর উপরে চড়াও হয় বিজেপি। সাংসদ অর্জুন সিং-এর নেতৃত্বে হামলা চালানো হয়।হালিশহরে অবস্থিত তৃণমূলের পার্টি অফিসে বিজেপির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে দিয়েছে বলেও উঠেছে অভিযোগ। সাংসদের নেতৃত্বেই ওই অগ্নি সংযোগ ঘটানো হয়েছে বলে দাবি করেছেন উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল নেতৃত্ব।