আগামী ৫ অগাস্ট অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সুপ্রিম কোর্ট রামলালার পক্ষে রায় দেওয়ার পর এই দিনটির অপেক্ষাতেই ছিলেন রাম ভক্তরা৷ রাম মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷ আর ২০২৪ সালেই পরবর্তী লোকসভা নির্বাচন৷ ফলে তিন বছরের মধ্যে কাজ শেষ করে পরবর্তী লোকসভা নির্বাচনের আগেই রাম মন্দিরের উদ্বোধন করে দেওয়াটাই নরেন্দ্র মোদি সরকারের প্রধান লক্ষ্য৷