দেশ

পূর্বাঞ্চলের নতুন বায়ুসেনা প্রধান হলেন এয়ার মার্শাল গুরচরন সিং বেদি

বিমান বাহিনীর পূর্বাঞ্চলের নতুন বায়ুসেনা প্রধান হলেন এয়ার মার্শাল গুরচরন সিং বেদি। সোমবার সিনিয়র এয়ার স্টাফ অফিসার পদে যোগ দিয়েছেন তিনি। এর আগে তিনি দক্ষিণাঞ্চলের বিমানবাহিনীর সিনিয়র এয়ার স্টাফ অফিসার ছিলেন। ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ এবং ন্যাশানাল ডিফেন্স কলেজের এই প্রাক্তনী বিমানবাহীনিতে যুদ্ধবিমানের চালক হিসেবে ১৯৮৪ সালের জুন মাসে যোগ দেন। ৩৭০০ ঘন্টারও বেশি মিগ ২১ এবং মিরাজ- ২০০০ যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। কর্মজীবনে ফাইটার স্কোয়াড্রন এবং সীমান্তবর্তী বিমান ঘাঁটির নেতৃত্ব দেওয়া ছাড়াও এয়ার ভাইস মার্শাল হিসেবে তিনি জম্মু ও কাশ্মীরে এয়ার অফিসার কমান্ডিংয়ের দায়িত্ব সামলেছেন।