ভয়াবহ বিস্ফোরণে তছনছ হয়ে গিয়েছে লেবাননের রাজধানী বেইরুট। গোটা ঘটনার জন্য প্রধানমন্ত্রী হাসান দিয়াব ও তাঁর সরকারকেই দোষী ঠাউরেছে আমজনতা। এই বিপুল বিক্ষোভের মাঝে পদত্যাগের ইচ্ছে ঘোষণা করেন প্রধানমন্ত্রী হাসান দিয়াব। পরে প্রেসিডেন্ট মিশেল অনের প্রাসাদে গিয়ে তাঁর হাতেই পদত্যাগপত্র দিয়ে আসেন হাসান দিয়াব। সোমবার প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মিশেল অন। তবে যতক্ষণ না নতুন সরকার গঠন হচ্ছে ততক্ষণ দেশের দেখভালের জন্য হাসান দিয়াবকে পুরনো মন্ত্রিসভা চালু রাখার কথা বলেন মিশেল অন। লেবাননে অশান্তির সূত্রপাত গত সপ্তাহে বেইরুটে ভয়াবহ জোড়া বিস্ফোরণে। এর জেরে প্রায় ২০০ লোকের প্রাণ গিয়েছে। আহতের সংখ্যা ৬ হাজার।