Posted onAuthorবঙ্গনিউজComments Off on তামিলনাড়ুতে পথদুর্ঘটনার কবলে বিজেপি নেত্রী খুশবু সুন্দর
তামিলনাড়ুতে পথদুর্ঘটনার কবলে অভিনেত্রী ও বিজেপি নেত্রী খুশবু সুন্দর। বুধবার সকালে মেলামারুভাথুরে একটি ট্যাঙ্কার তাঁর গাড়িকে পিষে দেয় বলে জানা গিয়েছে। তবে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিস এই ঘটনার তদন্ত চালাচ্ছে।