জেলা

ঘাটালে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত প্রৌঢ়া

বাসের চাকায় পিষ্ট হয়ে এক প্রৌঢ়ার মৃত্যু হল ঘাটালে। আজ বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে, ঘাটাল শহরের বিদ্যাসাগর ব্রিজের উপর। মৃত মহিলার নাম শীতলী ঘোষ(৫২)। তাঁর বাড়ি ঘাটাল থানার ইসলামপুরে। পুলিস জানিয়েছে, শীতলীদেবী এদিন সকালে তাঁর ছেলের বাইকে চড়ে বাড়ি থেকে ঘাটাল শহরের দিকে আসছিলেন। সেই সময় ব্রিজের উপর রাখা মোরামে বাইকটি পিছলে গিয়ে উল্টে যায়। বাইক থেকে পড়ে যান তিনি। সেই সময় উল্টো দিকে হাওড়া থেকে আসা একটি বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়। পুলিস বাসটিকে আটক করেছে।