কলকাতা

আগামীকাল সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত শান্তিপূর্ণ ধর্মঘটের আর্জি কৃষকদের

সোমবার কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে মঙ্গলবারের এই ধর্মঘট হবে একেবারে শান্তিপূর্ণ। সকাল ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই ধর্মঘট জারি থাকবে। পাশাপাশি, সংগঠনগুলির পক্ষ থেকে এই ধর্মঘটকে শান্তিপূর্ণ করার আহ্বান জানানো হয়েছে। ইতিমধ্যেই গোটা ২০ বিরোধী রাজনৈতিক দল এই ধর্মঘটকে সমর্থন করেছে। ফলে মনে করা হচ্ছে এই ধর্মঘট দেশজুড়ে হতে চলেছে এবং তা শান্তিপূর্ণ হতে চলেছে। উল্লেখ্য, এদিন সকালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি-হরিয়ানা সীমান্তে গিয়ে কৃষকদের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন। এরই মধ্যে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অকালি দল, আরজে়ডি, শিবসেনার মতো বিরোধী দলগুলি এই আন্দোলনকে সমর্থন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে।