জেলা

লাল কার্পেট বিছিয়ে বিজেপিকে এনেছে তৃণমূল: অধীর চৌধুরি

 তৃণমূল নেত্রী মেদিনীপুর থেকে নিশানা করলেন বিজেপি, কংগ্রেস, বামেদের ৷ বিজেপি নিশানা করল তৃণমূল প্রশাসনকে ৷ আর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি নিশানা করলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে ৷ তৃণমূলই রাজ্যে বিজেপির পথ প্রশস্থ করে দিচ্ছে বলেই রায়গঞ্জের মাটি থেকে অভিযোগ করলেন তিনি ৷ তাঁর কথায়, রায়গঞ্জে লাল কার্পেট বিছিয়ে বিজেপিকে এনেছে তৃণমূল ৷ এর আগেও এই একই অভিযোগে রাজ্য সরকার ও প্রধান বিরোধী দলকে আক্রমণ করেছিলেন তিনি ৷ আজ ফের একবার একই শুরু শোনা গেল অধীরের গলায়৷