কলকাতা

ফের মুখ্যসচিব ও ডিজিকে তলব ধনকড়ের

রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। আগামী ১২ তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট-সহ রাজভবনে তাঁদের তলব করেছেন ধনকড়।রাজ্যপালের টুইট, রাজ্যজুড়ে কী চলছে, তা তাঁকে জানানো হচ্ছে না। অভিযোগ, বারবার রাজ্য পুলিশের শীর্ষকর্তা এবং প্রশাসনের তরফে মুখ্যসচিবের কাছে তিনি সব জানতে চাইলেও তাঁরা উপেক্ষাই করছেন। সংবিধানের ১৫৯ নং ধারার উল্লেখ করে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক প্রধান হিসেবে তিনি সব বিষয়ে অবগত না থাকায় রাজ্যবাসীর দেখভাল করতে পারছেন না, অর্থাত্‍ নিজের কর্তব্য পালন করতে পারছেন না।তাই ফের চিঠি পাঠিয়ে মুখ্যসচিব (Chief Secreatry) আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে রিপোর্ট-সহ রাজভবনে ডেকে পাঠিয়েছেন। তিনদিন সময়ও দিয়েছেন তাঁদের। মনে করা হচ্ছে, উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যুতে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ রাজ্যপালের। 

https://twitter.com/jdhankhar1/status/1336283840394891266