ব্যারাকপুরে তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর ওপরে দুষ্কৃতী হামলার চেষ্টা। কর্মীদের নিয়ে নিজের কেন্দ্রেই দলীয় বৈঠক করার সময় তাঁর ওপর হামলার চেষ্টা হয় বলে অভিযোগ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ব্যারাকপুর স্টেশন সংলগ্ন হনুমান মন্দিরের কাছে দলের নেতা কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন স্থানীয় বিধায়ক রাজ চক্রবর্তী। বৈঠকে ছিলেন ব্যারাকপুরে পুরপ্রশাসক উত্তম দাস-সহ স্থানীয় তৃণমূল নেতারা। হনুমান মন্দির নিয়ে সমস্যা মেটাতেই ওই বৈঠক ডাকা হয়েছিল। অভিযোগ বৈঠক চলার সময় আচমকাই বাইকে করে আসে জনা ত্রিশ দুষ্কৃতী। বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এই হামলায় ছয়জন তৃণমূলকর্মী গুরুত্ব আহত হন বলে জানা গিয়েছে। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে। তাঁকে কলকাতার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হামলাকারীরা রাজ চক্রবর্তীর কাছে পৌঁছতে পারেনি। বিধায়করে সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাই হামলাকারীদের আটকে দেন।