দেশ

মোদি সরকারের অর্ডিন্যান্সকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে কেজরিওয়াল

রাজধানীর প্রশাসনিক ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে কেন্দ্রের সঙ্গে দিল্লির আম আদমি সরকারের সঙ্ঘাত ফের দেশের শীর্ষ আদালতে পৌঁছল। দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের জারি করা অধ্যাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে শুক্রবারই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। আগামী সোমবার গ্রীষ্মের ছুটি শেষে শীর্ষ আদালত খোলার পরে মামলার শুনানি হতে পারে। গত মাসের ১২ তারিখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিয়েছিল, দিল্লির আমলাদের নিয়োগ ও পোস্টিং সংক্রান্ত ক্ষমতা থাকবে রাজধানীর বাসিন্দাদের ভোটে নির্বাচিত সরকারের হাতে। কেন্দ্রের প্রতিনিধি তথা অনির্বাচিত উপরাজ্যপাল কোনও মতেই এ বিষয়ে ছড়ি ঘোরাতে পারেন না। ওই নির্দেশের এক সপ্তাহের মাথায় নজিরবিহীন ত‍ৎপরতায় রাতের অন্ধকারে দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে এক অধ্যাদেশ জারি করেছঢ়িল মোদি সরকার। ওই অধ্যাদেশে নিজেদের ‘আজ্ঞাবহ ভৃতদের’ পোস্টিং ও বদলির চূড়ামন্ত ক্ষমতা উপরাজ্যপালের হাতে তুলে দেওয়া হয়েছিল। মোদি সরকারের আনা অধ্যাদেশের বিরোধিতায় ইতিমধ্যেই কোমর কষে আসরে নেমেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওযাল। বিজেপি বিরোধী দলগুলি যাতে রাজ্যসভায় ওই অধ্যাদেশের বিরুদ্দে একত্রে ভোট দেন, তা অনেকটাই নিশচিত করেছেন তিনি। কংগ্রেস বাদে বিরোধী শিবিরের সিংহভাগ দলই অধ্যাদেশের বিরোধিতার কথা জানিয়ে দিয়েছেন। কিন্তু সংসদে অদ্যাদেশ নিয়ে আলোচনা হওয়ার আগেই শীর্ষ আদালতের দরজায় কড়া নেড়ে মোদি সরকারের ওপরে চাপ বাড়ানোর পথে হেঁটেছেন দিল্লির মুখ্যমন্ত্রী।