করোনা আক্রান্ত হলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান। প্রবীণ কংগ্রেস নেতাকে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মান্নানবাবুর সিটি স্ক্যান হয়েছে। তাতে ফুসফুসে সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে। সম্প্রতি দার্জিলিং গিয়েছিলেন চাঁপদানির বিধায়ক। সেখান থেকে ফেরার পরেই অসুস্থ হন তিনি। দার্জিলিং থেকে ফিরে কিড স্ট্রিটের এমএলএ হস্টেলে ছিলেন আবদুল মান্নান। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।