দেশ

মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগে আরও একবার দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের প্রাক্কালে আরও একবার দলীয় সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগা্মীকাল অর্থাৎ সোমবার বিকেল ৪টে নাগাদ সংসদ ভবনের ৬২ নম্বর রুমে এই বৈঠক ডাকা হয়েছে। সূত্রের খবর, করোনার আবহে এই প্রথম কোনও রাজনৈতিক দলকে সংসদ ভবনের কোনও মিটিং রুম বরাদ্দ করলেন স্পিকার ওম বিড়লা। বৈঠকে দলের লোকসভা এবং রাজ্যসভার সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।