দেশ

এবার ত্রিপুরা-মুখী আইপ্যাক, বাংলার ছকেই ত্রিপুরা দখলের কৌশল

এবার বাংলার ধাঁচেই প্রতিবেশী রাজ্য ত্রিপুরাতেও ক্ষমতা দখলের লড়াইয়ে ঝাঁপাতে চাইছে তৃণমূল। সে রাজ্যেও কাজ শুরু করে দিয়েছে পেশাদার সংস্থা আইপ্যাক। স্বাভাবিকভাবেই ভোট কুশলী প্রশান্ত কিশোরই যে ছক কষে দিচ্ছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। ২০২৩ সালে বিধানসভা নির্বাচন ত্রিপুরায়। হাতে এখনও দু’বছর। এ দু’বছর হাতে সময় নিয়েই বাংলায় কাজ শুরু করেছিল আইপ্যাক। বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর ২০২৬ পর্যন্ত আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তৃণমূল। বাংলার পরবর্তী নির্বাচনের আগে ২০২৪ লোকসভা নির্বাচনেও সারা দেশজুড়ে তৃণমূলের হয়ে কাজ করবে এই পেশাদার সংস্থাটি। তার আগে ইতিমধ্যেই ত্রিপুরাতে কাজ শুরু করে দিয়েছে আইপ্যাক। সূত্রের খবর, রাজ্য তৃণমূল নেতৃত্বের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে সংস্থার আধিকারিকদের। বাংলায় ২০২৬ সাল পর্যন্ত আইপ্যাকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তৃণমূল।