কলকাতা

সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দফতর থেকে বের হলেন অভিষেক

শনিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, অভিষেককে জিজ্ঞাসাবাদের পরে সেই রিপোর্ট দিল্লির অফিসে পাঠানো হয়েছে। এদিন সকাল ১১টার দিকে অভিষেক নিজাম প্যালেসে আসেন। মাঝে কিছুক্ষণ বিরতির পরে দুপুর আড়াইটে নাগাদ ফের জিজ্ঞাসাবাদ শুরু হয় অভিষেকের। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। কুন্তল ঘোষের চিঠি সামনে রেখেই মূলত জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। অভিষেককে এ দিন সিবিআই দফতরে তলব করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে৷ জেলে থাকাকালীনই ব্যাঙ্কশাল আদালতের বিচারক এবং হেস্টিংস থানায় চিঠি লিখে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষ অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তাঁকে চাপ দিচ্ছে সিবিআই৷ এই চিঠির সূত্র ধরেই অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট৷ সূত্রের খবর, এ দিন কুন্তলের সেই চিঠি সামনে রেখেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা৷ সকাল সাড়ে এগারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রথম দফার জিজ্ঞাসাবাদ চলে৷ এর মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে দুপুর ২.১৫ মিনিট থেকে ফের শুরু হয় জিজ্ঞাসাবাদ৷  আরও খবর, কুন্তলের যে বিতর্কিত চিঠি নিয়ে এত কাণ্ড, সেই চিঠি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন অভিষেক৷ সব প্রশ্নের উত্তরেই যাবতীয় অভিযোগও অস্বীকার করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ জানা গিয়েছে, পাঁচ পাতার প্রশ্নমালা ছিল অভিষেতকের জন্য। প্রশ্ন করেন SP, DSP, ইন্সপেক্টর পদমর্যাদার অফিসাররা। প্রতিটি প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিষেক। নিজাম প্যালেস সূত্রে খবর এমনটাই। ঘটনাচক্রে এ দিন সকালেই অভিষেকের দফতরের কর্মী সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু-র বাড়ি সহ দশটি জায়গায় হানা দেয় ইডি৷