কলকাতা

ইন্ডিয়া জোট নিয়ে এবার অধীর রঞ্জন চৌধুরীকে তোপ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের

ইন্ডিয়া জোট নিয়ে এবার অধীর রঞ্জন চৌধুরীকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বললেন, ‘যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাঁকে বলছেন ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে লড়ুন’।  চব্বিশে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের  শরিক কংগ্রেসও। কিন্তু বাংলায় অধীর চৌধুরীদের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, ‘বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব’। এদিন সাংবাদিকদের প্রশ্নে জবাবে অভিষেক বলেন, ‘আপনি দেখান, ২১০ দিনে অভিষেক বন্দ্য়োপাধ্যায় একটা মন্তব্য করেছে, তৃণমূল কংগ্রেসের কোনও মুখপাত্র একটা মন্তব্য করেছে। ধৈর্যের সীমা থাকে।  যে মহিলা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, তাঁকে বলছেন আমরা বিরুদ্ধে লড়ুন। কে বলছে? প্রদেশ কংগ্রেসের সভাপতি বলছে। গত ৭ মাসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু তৃণমূনেত্রীকে বারবার আক্রমণ করেছেন অধীর। বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন’। প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর প্রশ্ন, ‘বাংলার বঞ্চনা নিয়ে কতবার সরব হয়েছেন’? অভিষেক জানান, ‘কংগ্রেস নিয়ে তৃণমূলের কী অবস্থান, আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন। আমরা একাধিকবার কংগ্রেসের সঙ্গে আলোচনা করেছি। শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছে। শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আসন সমাঝোতা শেষ করে কে কোথায় লড়বে, সেটা স্পষ্ট করুন। বারবার বলার পরেও হয়নি। কোনও আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায়, আমি কিছু বলতে পারি না’।